Treseme Bangladesh Fashion Week 2019
ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯
প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমের আয়োজনে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি এই উৎসব। সহ-আয়োজক ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (FDCB) (এফডিসিবি)। যেখানে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ, ইন্দোনেশিয়াসহ ৯টি দেশের ফ্যাশন ডিজাইনাররা অংশ নেয় ।
Collection of Maheen Khan
বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯ অনুষ্ঠিত হয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির হল-১-এ। ইভেন্টের হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান।
Picture Source :
https://www.facebook.com/TRESemmeBD/ & https://www.facebook.com/fdcbofficial/
0 Yorumlar